Rating: 4.8MD.Khairuzzaman
আইসিটি Recorded ক্লাস
মোট৬৫ টি ভিডিও ক্লাশেকোর্সটি তৈরি করা হয়েছে। যেহেতু ছাত্র/ছাত্রীগণ একাধারে বেশিক্ষন মনযোগ দিতে পারে না, তাই প্রতিটি ক্লাশ ১০ থেকে ১৫মিনিটের করা হয়েছে। অত্যন্ত সহজ ভাষায় ক্লাশগুলো তৈরি করা হয়েছে যাতে দূর্বল কিংবা সবল যে কোন ছাত্র-ছাত্রী এই ক্লাশগুলো করে A+ পাবার যোগ্যতা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ।
Lifetime support
Course Outline
কি ভাবে উপকৃত হব?
ক) ঘরে বসে যে কোন সময়কোর্স সম্পন্ন করতে পারবে। এজন্য অতিরিক্ত কোন কোচিং করার প্রয়োজন নেই।
খ) প্রতিটি অধ্যায়ের পর ৪ টি MCQ পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। এতে করে পরীক্ষার পাশাপাশি প্রতি অধ্যায়ে ১০০ টি MCQ পড়া হয়ে যাবে।
গ) খরচ এবং পরিশ্রম কম হবে।
ঘ) পরীক্ষার পূর্ব পর্যন্ত যে কোন সময়বার বার ক্লাশ করে রিভাইস করার সুযোগ পাবে।
ঙ) আমাদের রেকর্ডেড ক্লাসে কোনকিছু বুঝতে অসুবিধা/প্রবলেম হলে মান্থলি অনলাইন ক্লাসে প্রবলেম সলভ করে দেওয়া হবে এবং গ্রুপ সাপোর্ট থাকবে।
Popular Learning Paths
কি ভাবে পাব?
ক) ০১৮১৯৪৮৯০৮৩ এই নম্বরে ৪০০টাকার বিকাশ/নগদ করতে হবে।
খ) https://zamanitbd.com এখানে ক্লিক করে Sign up ক্লিককরে→নাম, →মোবাইল নং, →পাসওয়ার্ড (তোমার ইচ্ছে মত) এবং বিকাশ /নগদ কোড বা নম্বর লিখে→ lets go click করতে হবে। কিছুক্ষনের মধ্যে আমাদের এডমিন Approve করে দিবে।
গ) ক্লাশ করার জন্য পরবর্তীতে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
provide all notes
Frequently Asked Questions
ফোনে ক্লস করা যাবে ?
হ্যাঁ ফোনে বা পিসি উভয় ডিভাইসে ক্লস করা যাবে
কোন সমস্যা হলে সমাধান করব কিভাবে?
তোমাদেরকে আমাদের একটি ফেসবুক গ্রুপে Add দেওয়া হবে ,তোমাদের সমস্যাগুলো সেখানে জানাবা প্রতিমাসে একটি লাইভ ক্লাসে সবার সমস্যার সমাধান করা হবে ইনশাআল্লাহ ।তোমাদেরকে আমাদের একটি ফেসবুক গ্রুপে Add দেওয়া হবে ,তোমাদের সমস্যাগুলো সেখানে জানাবা প্রতিমাসে একটি লাইভ ক্লাসে সবার সমস্যার সমাধান করা হবে ইনশাআল্লাহ ।
কিভাবে ক্লাস করব?
প্রতিদিন একটা করে ক্লাস দেখবা। স্ক্রিনে দেখানো লেখাগুলো খাতায় লিখে ফেলবা। অতঃপর ওই ভিডিও টিউটোরিয়াল আরও দুইবার মনোযোগ সহকারে দেখবা ইনশাল্লাহ পুরা ক্লাসটা তোমার মুখস্থ হয়ে যাবে।